শৈশব হারিয়ে যায়নি

অলংকরণ: সব্যসাচী চাকমা

অনেক সময় পার হয়ে গেছে। কিন্তু আজও বারান্দায় দাঁড়ালে সেই ছোট্টবেলার স্মৃতিমাখা সুবাস নাকে আসে আমার। আজও এক দমকা হাওয়া আমায় এসে বলে, ‘এই তো আমি আছি। তোমার শৈশব। আমি হারিয়ে যাইনি তোমার কাছ থেকে। তুমি আমায় খুঁজে পাবে বারবার এই চঞ্চল প্রকৃতিতে।’

লেখক: শিক্ষার্থী, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা

আরও পড়ুন