বাংলাদেশে প্রথম ইন্টারনেট এল

ইন্টারনেটপ্রতীকী ছবি, ছবি: রয়টার্স
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৬ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

এখন ঘরে ঘরে ইন্টারনেট। সবাই নিজের হাতে থাকা মুঠোফোনেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বলা যায়, পৃথিবী এখন হাতের মুঠোয়। প্রযুক্তির দিক দিয়ে আজকের দিনটি বাংলাদেশের জন্য একটু বেশিই বিশেষ। কেননা, ১৯৯৬ সালের ৬ জুন বাংলাদেশে প্রথম ইন্টারনেট-ব্যবস্থা চালু হয়। সেই সময় টেলিফোন-সংযোগের সাহায্যে ইন্টারনেটে যুক্ত হতে হতো।

১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের শেষের দিকে বাংলাদেশে অনলাইন ইন্টারনেট চালু করার অনুমতি দেওয়া হয়। ফলে বাংলাদেশ পা রাখে নতুন এক যুগে। ঢাকার নিউ ইস্কাটন রোডে অবস্থিত ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ইনফরমেশন সিস্টেম নেটওয়ার্ক (আইএসএন) প্রথম ইন্টারনেট-সংযোগ দেওয়ার মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হয়। আইএসএনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম ইকবাল এক সাক্ষাৎকারে প্রথম আলোকে জানান, শুরুর দিকে গ্রাহক প্রান্তে মাত্র ৬ কেবিপিএস গতি দেওয়া যেত। এর ডোমেইন নাম বাংলা ডটনেট।

ব্লকের ওপর ব্লক সাজিয়ে খেলা কম্পিউটার গেম টেট্রিস তোমাদের অনেকের পরিচিত। এটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় ভিডিও গেম। ১৯৮৪ সালের আজকের এই দিনে রাশিয়ায় প্রথম এটি বাজারে আনা হয়। ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত এর বিক্রির সংখ্যা ছিল ২০ কোটি ২০ লাখ।

আরও পড়ুন