কার ছবি চাঁদে আছে

চাঁদে যাঁদের ছবি আছে

যে ছবিতে আছেন ডিউক নিজে, তাঁর স্ত্রী ও দুই সন্তান

এক নভোচারী চাঁদের বুকে নিজের পারিবারিক ছবি রেখে এসেছিলেন। ১৯৭২ সালে অ্যাপোলো ১৬ অভিযানের মহাকাশচারী চার্লস ডিউক চাঁদে অবতরণের সময় একটি পারিবারিক ছবি রেখে এসেছিলেন, যে ছবিতে আছেন ডিউক নিজে, তাঁর স্ত্রী ও দুই সন্তান। ছবিটি এখনো চাঁদে আছে।

বন্ধুর একই জন্মদিন হওয়ার সম্ভাবনা

যদি একটি দলে ২৩ জন থাকে, তবে তাদের মধ্যে অন্তত দুজনের জন্মদিন এক হওয়ার সম্ভাবনা ৫০ দশমিক ৭ শতাংশ। কারণ, প্রত্যেকের আলাদা জন্মদিন হওয়ার সম্ভাবনা মাত্র ৪৯ দশমিক ৩ শতাংশ।

আরও পড়ুন