জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১০ সেপ্টেম্বর ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৯৬০ সালে রোমে বসেছিল সেবারের অলিম্পিক আসর। সে আসরে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে একজনের দিকে বিশেষ নজর পড়েছিল। কারণ, ২৬ মাইল ম্যারাথনের পুরোটাই তিনি দৌড়েছিলেন খালি পায়ে। তা–ও আবার মাত্র ২ ঘণ্টা ১৫ মিনিট ১৬ সেকেন্ডে। এভাবে খালি পায়ে দৌড়ে আবেবে বিকিলা গড়েছিলেন নতুন বিশ্বরেকর্ড। প্রথম আফ্রিকান হিসেবে অলিম্পিকে সোনা জয়ের ঘটনা ছিল এই প্রথম। ফলে আফ্রিকানদের হয়ে নতুন ইতিহাস রচনা করেছিলেন আবেবে বিকিলা। তাঁর সঙ্গে পাল্লা দিতে পারেননি জুতা-মোজা পরা বড় বড় দৌড়বিদও!
ইথিওপিয়ান এই দৌড়বিদ এরপর অংশ নিয়েছিলেন ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে। সেখানেও স্বর্ণপদক লাভ করেন তিনি। তবে সেবার তিনি নেমেছিলেন জুতা পরেই।
অসহায় মানুষের জন্য আশার আরেক নাম ছিলেন মাদার তেরেসা। ভারতবর্ষে অনেক বছর মানুষের সেবায় নিয়োজিত ছিলেন এই মহীয়সী নারী। শুরুটা ছিল জন্মভূমি আলবেনিয়ায়। সেখান থেকে মানবসেবার ব্রত নিয়ে এসেছিলেন ভারতে। কিন্তু আর ফিরে যেতে মন টানেনি তাঁর। ১৯৪৬ সালের ১০ সেপ্টেম্বর কলকাতা থেকে ট্রেনে দার্জিলিং যাওয়ার পথে সিদ্ধান্ত নেন এই দেশের মানুষের জন্যই জীবন উৎসর্গ করবেন তিনি।