আজ বিশ্ব বাবা দিবস

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৬ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

আজ বিশ্ব বাবা দিবস। বিশ্বের সব বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে জুন মাসের তৃতীয় রোববার দিবসটি পালিত হয়। প্রতিবছর সব মিলিয়ে প্রায় ১১১টি দেশে দিনটি নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ অন্য বেশ কয়েকটি দেশে সেপ্টেম্বরের প্রথম রোববার বাবা দিবস পালন করা হয়।

মূলত বাবা দিবসের শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে। সোনোরা স্মার্ট ডোড নামের এক ব্যক্তি প্রথম ‘বাবা দিবস’–এর ধারণা সবার সামনে তুলে ধরেন। তাঁর ধারণামতে, মা দিবসের মতো বাবার প্রতি ভালোবাসা জানাতে বাবা দিবসেরও প্রয়োজন রয়েছে। এটি ছিল ১৯১০ সালের কথা। তবে তখনো এই দিবস সরকারিভাবে পালন শুরু হয়নি। পরে ১৯৭০ সালের দিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই দিন পালনে পুরোপুরি সম্মতি প্রদান করে।

১৯৬১ সালে ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশে পাড়ি দেন। সেই গল্প তো তোমাদের আগেই বলেছি। আজ বলব আরেকজন বীরের কথা। তিনি হলেন ভ্যালেন্তিনা তেরেশকোভা। তেরেশকোভা ছিলেন বিশ্বের প্রথম নারী নভোচারী, যিনি মহাকাশযানে চড়ে মহাশূন্যে পাড়ি জমিয়েছিলেন। সেই সময় তেরেশকোভা মাত্র ২৫-২৬ বছরের তরুণী। ১৯৬৩ সালের আজকের এই দিনে এ ইতিহাস রচনা করেন তিনি। মহাকাশে তেরেশকোভা অবস্থান করেছিলেন সব মিলিয়ে ২ দিন ২২ ঘণ্টা।

আরও পড়ুন