স্পেন যেভাবে গঠিত হলো

ফার্দিনান্দ ও ইসাবেলাছবি: সংগৃহীত
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৯ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

ফার্দিনান্দ দ্বিতীয় ছিলেন অ্যারাগন রাজ্যের রাজা। তাঁর রাজত্ব ছিল ১৪৭৯ থেকে ১৫১৬ সাল পর্যন্ত। অন্যদিকে তখন ক্যাস্টাইল শাসন করছিলেন রানি প্রথম ইসাবেলা। ১৪৬৯ সালের আজকের এই দিনে এই দুই শাসক বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফলে অ্যারাগন ও ক্যাস্টাইল এক হয়ে গঠিত হয় একক রাষ্ট্র স্পেন।

ফার্দিনান্দ ও ইসাবেলার যৌথ শাসনকালে একটি শক্তিশালী ও সংহত রাজ্য হিসেবে গড়ে ওঠে স্পেন। সেই সময়ে স্পেনের রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণ ঘটে। ফলে এই বিয়ে স্পেনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

বিশ্বের প্রথম ভিডিও গেমের টুর্নামেন্টের আসর বসেছিল ১৯৭২ সালের আজকের এই দিনে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আয়োজিত এই টুর্নামেন্টে ২৪ গেমার অংশ নেন।

আরও পড়ুন