পেটেন্ট পেল আধুনিক সেলাই মেশিন

নকশা বসানোর পর সেলাই করা হচ্ছে
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১২ আগস্ট, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

সালটা ১৭৫৫। ইংল্যান্ডের চার্লস ফ্রেডরিক নামের এক লোক আবিষ্কার করে বসলেন বিশ্বের প্রথম সেলাই মেশিন। সেই মেশিনের সেলাই দেখতে অনেকটা ছিল হাতে করা সেলাইয়ের মতো। এর প্রায় ১০০ বছর পর, আজ থেকে প্রায় ১৭১ বছর আগে মার্কিন উদ্ভাবক আইজ্যাক মেরিট সিঙ্গারের হাত ধরে আবিষ্কৃত হয় আধুনিক সেলাই মেশিন। ১৮৫১ সালের এই দিনে তাঁর আবিষ্কৃত আধুনিক সেলাই মেশিনের পেটেন্ট পান সিঙ্গার। এর পর থেকে বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়ে এটি। সারা বিশ্বে শিল্প উন্নয়নে ব্যাপক অবদান রাখে এই আধুনিক সেলাই মেশিন। ওপরে ও নিচে দ্রুত ওঠানামা করার মতো একটি সুচ থাকায় এই মেশিনের মাধ্যমে দ্রুত কাপড় সেলাই করা যায়। এমনকি এই মেশিনের মাধ্যমে বিভিন্ন জটিল ও আধুনিক নকশা সেলাই করা সম্ভব হয়। অনেক বছর ধরে ঘরে ঘরে দেখা যায় সিঙ্গারের এই সেলাই মেশিন।

এ ছাড়া ১৮৬৫ সালের এই দিনে ঘটে এক যুগান্তকারী ঘটনা। ব্রিটিশ চিকিৎসক জোসেফ লিস্টার এক রোগীর অস্ত্রোপচারের সময় ভাইরাসের মতো ক্ষুদ্র জীবাণুর সংক্রমণ এড়ানোর জন্য ব্যবহার করেন এক রাসায়নিক পদার্থ—কার্বলিক অ্যাসিড, যা অ্যান্টিসেপটিকের মতো কাজ করে। এর পর এটির ব্যবহার বেড়ে যায়, সেই সঙ্গে কমে রোগীর মৃত্যুহার।

আরও পড়ুন