নোবেল বিজয়ীদের জন্মদিন

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৩ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

তুমি কি জানো, আজ ২৩ জানুয়ারি যদি তোমার জন্মদিন হয়, তবে আগামী কয়েক বছরের মধ্যে তুমিও হতে পারো একজন নোবেল বিজয়ী! অদ্ভুত শোনালেও আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন বেশ কয়েকজন নোবেল পুরস্কার বিজয়ী। শুরুটা হয়েছে ১৮৭৬ সাল থেকে। এই দিনে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস। ১৯০৭ সালে জন্ম নেন আরেক বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী হিদেকি ইউকাওয়া। এভাবেই একাধারে ১৯১৫ সালে অর্থনীতিবিদ উইলিয়াম আর্থার লিউইস, ১৯১৮ সালে আমেরিকান প্রাণ রসায়নবিদ ও ফার্মাকোলজিস্ট গারট্রুড বি এলিওন, ১৯২৯ সালে হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান রসায়নবিজ্ঞানী জন চার্লস পোলানি এবং সবশেষ ১৯৩০ সালে বিখ্যাত কবি ও বিশিষ্ট নাট্যকার ডেরেক এলটন ওয়ালকট জন্মগ্রহণ করেন। তাঁরা সবাই ছিলেন নোবেল বিজয়ী! যদিও বলা যায় না, শুধু এই দিনে জন্ম নেওয়ার কারণে তাঁরা নোবেল বিজয়ী হয়েছেন। নিশ্চয়ই তাঁদের কাজ নোবল পুরস্কার বিজয়ী হওয়ার কারণ।

এ ছাড়া ১৯৪২ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক নায়ক রাজ রাজ্জাক অবিভক্ত ভারতের কলকাতার টালীগঞ্জে জন্মগ্রহণ করেন।