কিআ কার্নিভ্যালে কী বলেছিলেন ফারুকী-তিশা দম্পতি

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকীছবি: ইনস্টাগ্রাম থেকে

২২ অক্টোবর ২০২৩ ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে কিশোর আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল ‘নগদ কিআ কার্নিভ্যাল ২০২৩’। দিনব্যাপী আয়োজিত এই উৎসবে অংশ নিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

কিআ কার্নিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে কিশোর আলোর সম্পাদক আনিসুল হকের সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ছাড়াও ছিলেন নগদের চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আলোকচিত্রী নাসির আলী মামুন ও সাফজয়ী দুই নারী ফুটবলার সানজিদা আক্তার ও মারিয়া মান্দা। সবাই মিলে কিআ কার্নিভ্যালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আমার প্রিয় শিক্ষক আমার ভুল।
মোস্তফা সরয়ার ফারুকী

উদ্বোধনী অনুষ্ঠানে ফারুকী তাঁর বক্তব্যে কিশোরদের অনুপ্রাণিত করে বলেন, ‘আমি এখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাই। আগে কখনো ভাবিনি যেতে পারব। তোমাকে যদি কেউ বলে পারবে না, তুমি বিশ্বাস করবে না। তুমি নিজের কাজ দিয়ে প্রমাণ করবে, তুমি পারবে।’

তিশা কিশোর আলোর অনুষ্ঠানের প্রতি ভালোবাসার কথা জানিয়ে বলেন, ‘কিশোর আলোর অনুষ্ঠানে আসা কখনো মিস করতে চাই না। তাই সকাল সকাল উঠে এখানে চলে এসেছি।’

এরপর শান্তির পায়রা উড়িয়ে শুরু হয় বিভিন্ন কর্মশালা ও আড্ডার আয়োজন। পুরো দিনজুড়ে চলা এই আয়োজনে কিশোর-কিশোরীরা অংশ নেয় নিবন্ধনের মাধ্যমে। তিনটি পৃথক মিলনায়তনে চলে কর্মশালা, মূল মঞ্চের অনুষ্ঠান ও কিআড্ডা। উদ্বোধনের পর ফারুকী ও তিশা অভিনয় বিষয়ক আড্ডায় যোগ দেন, যেখানে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মশালা মঞ্চে মেজবাউর রহমান চলচ্চিত্রবিষয়ক কর্মশালা পরিচালনা করেন।

পুরো অনুষ্ঠানে কিশোর আলো আয়োজন করে আড্ডা, কর্মশালাসহ নানারকম আনন্দ অনুষ্ঠানের। এর মধ্যে গ্রিন হাউস মিলনায়তনে অনুষ্ঠিত কিআড্ডায় তিশা-ফারুকী জুটি নানা প্রশ্নের উত্তর দেন। এক কিশোর তাঁদের কাছে জানতে চায়, তাঁরা ছোটবেলায় কিআর মতো কোনো কার্যক্রমে যুক্ত ছিলেন কি না। উত্তরে তিশা বলেন, তাঁদের সময়ে ‘নতুন কুঁড়ি’ নামক অনুষ্ঠানটি ছিল, যেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখান থেকেই গান ও নাটকের চর্চা শুরু করেছিলেন। অন্যদিকে, ফারুকী জানান, তিনি বরাবরই চুপচাপ প্রকৃতির এবং বেশি কথা বলতে পছন্দ করেন না, তবে কিশোর আলোর পাঠকদের দেখে তিনি মনে করেন, তারা অনেক বেশি সাহসী ও আত্মবিশ্বাসী।

অনুষ্ঠানে উপস্থিত সবাই তিশা-ফারুকীর সন্তান ইলহামকে মিস করেন। এ প্রসঙ্গে তিশা জানান, আগামীতে কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইলহামকে সঙ্গে নিয়ে আসবেন। আরেক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে ফারুকী বলেন, ‘আমার প্রিয় শিক্ষক আমার ভুল।’

কিশোর আলো শিশু-কিশোরদের জন্য নিয়মিত আয়োজন করে নানারকম আনন্দ ও শিক্ষামূলক আয়োজনের। বিশেষ করে কিশোর আলোর জন্মদিন উপলক্ষ্যে থাকে বিশেষ আয়োজন। সামনে এমন আয়োজনে নিশ্চয়ই আবারও পাওয়া যাবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে।

আরও পড়ুন