নটর ডেম ম্যাথ ক্লাবের আয়োজনে জাতীয় গণিত উৎসব
নটর ডেম ম্যাথ ক্লাবের আয়োজনে ১৪-১৫ ফেব্রুয়ারি নটর ডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ম্যাথ ফেস্টিভ্যাল’। গাণিতিক উদ্ভাবন ও প্রতিযোগিতার এই আসরে চার হাজারের বেশি গণিতপ্রেমী শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
এই জাতীয় গণিত উৎসবে ২৪টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ১৬টি ছিল একক প্রতিযোগিতা, ৩টি দলগত প্রতিযোগিতা, ২টি অনলাইন সাবমিশনভিত্তিক প্রতিযোগিতা ও ৩টি বিশেষ পর্ব। ছিল দলভিত্তিক প্রতিযোগিতা, যেমন প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন ও স্ক্র্যাপবুক। অনলাইন প্রতিযোগিতার মধ্যে গণিতবিষয়ক প্রবন্ধ লেখা, গণিত মিম কনটেস্ট ইত্যাদি।
ছিল গণিত অলিম্পিয়াড ও ট্রেজার হান্ট। ট্রেজার হান্ট প্রতিযোগিতায় ৬৪টি দল ১০ হাজার টাকার পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছে।
১৫ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায় ২৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি। প্রধান অতিথি হিসেবে ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম শমশের আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কুতুব উদ্দিন, অধ্যাপক সমীর কুমার ভৌমিক এবং সাবেক অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার।
প্রতিটি পর্বে বিজয়ীদের ক্রেস্ট, ম্যাগাজিন ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।
এ গণিত উৎসব আয়োজন করছে নটর ডেম ম্যাথ ক্লাব। টাইটেল স্পনসর হিসেবে রয়েছে অ্যাপেক্স। কো-স্পনসর এনআরবিসি ব্যাংক। ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে মাসিক ম্যাগাজিন কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ মার্চ প্রতিষ্ঠিত হয় নটর ডেম ম্যাথ ক্লাব। শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভালোবাসা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে ক্লাবটি। এর ধারাবাহিকতায় প্রতিবছর আয়োজিত হয় জাতীয় গণিত উৎসব।