আমাকে, আমার লেখালেখিকে, আমার সৃজনশীলতাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে মার্ক টোয়েনের দ্য অ্যাডভেঞ্চার অব টম সয়্যার বইটি। আন্টির সঙ্গে থাকা টমের নানান কর্মকাণ্ড আমাকে অভিভূত করেছে ছোটবেলায়। সেভেন বা এইটে থাকতে আমি এই বই পড়ি। তারপর থেকে আমি ভাবতাম, আমার দেশের ছেলেমেয়েরা কেন এমন অ্যাডভেঞ্চার করে না। আমার লেখালেখিতে তাই এই অ্যাডভেঞ্চারের ব্যাপারটা এসেছে। আমার বইগুলোতেও এর অনেক ছাপ দেখা যায়। সেই ছেলেবেলা থেকে টম সয়্যার আমাকে অনুপ্রাণিত করে যাচ্ছে। তবে আমার নিজের কখনো টমের মতো বা মার্ক টোয়েনের কোনো বইয়ের চরিত্রের মতো হতে ইচ্ছে হয়নি। আমার মনে হয়েছে, টম যে আশ্চর্য জগতের সন্ধান দিয়েছে, সেটির খবর বরং সবার কাছে পৌঁছে দেওয়া যাক।