জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৭ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
ক্রিকেট নিয়ে আমাদের আবেগের মাত্রা বোঝা যায় যেকোনো ম্যাচের দিন। এটি নতুন কিছু নয়। বাংলাদেশের সঙ্গে ক্রিকেটের সম্পর্কের শুরুটা অনেক আগে। তবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ খেলা শুরু করে ১৯৯৮ সালে। সে বছর বাংলাদেশ ভারতে যায় ত্রিদেশীয় সিরিজ খেলতে। ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হয় এই সিরিজ। সিরিজে অংশ নেওয়া দেশ হিসেবে ছিল ভারত, বাংলাদেশ ও কেনিয়া। সে সময়ে ক্রিকেট–জগতে বাংলাদেশ নবাগত। কেনিয়ারও একই দশা। তবে সেই সিরিজেই ইতিহাস গড়ে বাংলাদেশ। ১৯৯৮ সালের আজকের এই দিনে সেই সিরিজের ওয়ানডে ম্যাচে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ ওয়ানডেতে প্রথম জয়ের দেখা পায়। এটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম জয়।
একই দিনে ১৯৯৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়। সপ্তম বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে বাংলাদেশ। একই বছর বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয়লাভ করে ২২ রানে স্কটল্যান্ডের বিপক্ষে।
১৯২০ সালের আজকের এই দিনে বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান কেএলএম চলাচল শুরু করে। এটি ছিল লন্ডন থেকে আমস্টারডামের উদ্দেশে।
১৮৭০ সালের আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন ভারতীয় বাঙালি গণিতজ্ঞ ও মাউন্ট এভারেস্টের উচ্চতা নিরূপণকারী ও আবিষ্কারক রাধানাথ শিকদার।