১ জানুয়ারি, জাপানে ভূমিকম্প
বছরটা শুরু হয়েছিল জাপানের মধ্যাঞ্চলে ৭.৬ রিখটার স্কেলের ভূমিকম্পের খবর দিয়ে। ১ জানুয়ারি ২০২৪–এর এই ভূমিকম্পে মারা যায় ১২০ জন। আহত হয় ১০০ জন। এই দিনে দেশটিতে এক দিনে ১৫৫টি ভূমিকম্প অনুভূত হয়। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছিল জাপানের ইশিকাওয়া অঞ্চল।
বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ে, রাস্তাঘাট ভেঙে যায় এবং হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন পর্যন্ত বিচ্ছিন্ন এসব এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছিল উদ্ধারকারীরা। ভূমিকম্পের পর জাপানের পশ্চিম উপকূলে সুনামি আঘাত হানে। ১ মিটার বা ৩ দশমিক ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়ে। ২ জানুয়ারি জাপানের আবহাওয়া দপ্তর সুনামির সতর্কতা তুলে নেয়।
৯ জানুয়ারি, এক লাখ বছরের মধ্যে পৃথিবীর উষ্ণতম বছর ২০২৩
পৃথিবীর উষ্ণতার আগের সব রেকর্ড ভেঙে ২০২৩ সালকে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করা হয় ৯ জানুয়ারি। শুধু তা–ই নয়, বলা হচ্ছে, সম্ভবত গত এক লাখ বছরের মধ্যে পৃথিবী সবচেয়ে উষ্ণতার রেকর্ড গড়েছে গত বছর। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস ৯ জানুয়ারি এ কথা জানিয়েছে। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্যমতে, জীবাশ্ম জ্বালানির বহুল ব্যবহার শুরুর আগের দীর্ঘ সময়ের গড় উষ্ণতা বৃদ্ধির তুলনায় গত বছর পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ১ দশমিক ৪৮ ডিগ্রি।
বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের ফলে এমন উষ্ণ হয়ে উঠেছে পৃথিবী। কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের এই অনুমান সত্যি হতে যাচ্ছে ২০২৪ সালের জন্যও। প্রায় নিশ্চিতভাবে ২০২৩ সালের রেকর্ড ভেঙে ইতিহাসের উষ্ণতম বছর হিসেবে ঘোষিত হতে যাচ্ছে ২০২৪।
৬ ফেব্রুয়ারি, ব্রিটিশ রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত
ফেব্রুয়ারি মাসের ৬ তারিখের খবর অনুযায়ী, ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছে। এ কারণে তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন বলে বিবৃতি দেয় বাকিংহাম প্যালেস। রাজা চার্লসের মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের। বিবৃতিতে আরও বলা হয়েছে, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের।
চার্লস এর আগের তিন রাত হাসপাতালে কাটিয়েছিলেন। সেখানে তাঁর প্রোস্টেটের চিকিৎসা হয়। তবে তাঁর কোন ধরনের ক্যানসার হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, রাজা চার্লসের প্রোস্টেট ক্যানসার হয়নি।
মার্চ ১০, ‘ওপেনহেইমার’ময় অস্কার
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা হামলার ক্ষত এখনো তাড়া করে ফেরে পৃথিবীকে। অথচ সেই আণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমা ওপেনহেইমার নিয়ে মাতামাতি ছিল বছরের প্রথম অংশজুড়ে। নতুন করে পুরোনো প্রশ্নকে উসকে দিয়েছে—ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার সিনেমাটি দিয়ে কি নিজেদের ইমেজে একটু প্রলেপ দেওয়ার চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব? কেউ কেউ অভিযোগ করেছেন, সিনেমাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মতাদর্শকে প্রচার করা হয়েছে। পারমাণবিক বোমা ও ওপেনহেইমারের সাফাই গাওয়া হয়েছে। তবে বিতর্ক যা-ই হোক, মুক্তির পর ব্যবসায়িক সাফল্য থেকে শুরু করে সমালোচকদের প্রশংসা—সবই পেয়েছে ওপেনহেইমার। পেয়েছে গোল্ডেন গ্লোব, বাফটাসহ চলতি বছরের গুরুত্বপূর্ণ পুরস্কার। অস্কারেও যে ছবিটি রাজত্ব করবে, সে পূর্বানুমান আগেই করেছিলেন সমালোচকেরা। ১০ মার্চ ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জিমি কিমেলের সঞ্চালনায় ৯৬তম অস্কার অনুষ্ঠানে এ আসরের সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ বিভাগের পুরস্কার পেয়েছে ওপেনহেইমার। ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম সেরা নির্মাতা হিসেবে অস্কার জিতেছেন ক্রিস্টোফার নোলান।
মার্চ ২৬, জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে বাল্টিমোর সেতু
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজ সরাসরি ধাক্কা দিলে সেতুটি ভেঙে নদীতে পড়ে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ফ্রান্সিস স্কট কি ব্রিজ নামের ওই সেতু ধসের ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, এ ঘটনায় ছয়জন মারা যান। তাঁরা ছিলেন একটি নির্মাতা প্রতিষ্ঠানের কর্মী। সেতুটি ধসে পড়ার সময় তাঁরা সেতুতে মেরামতকাজ করছিলেন।
মেরিল্যান্ডের গভর্নর ওয়েজ মুর জানিয়েছেন, পণ্যবাহী জাহাজটি সেতুর দিকে এগোনোর সময় সেটা থেকে সমস্যায় পড়ার সংকেত পাঠানো হয়েছিল। তাতে সেতুতে ওঠার মুখে গাড়ি থামানো গেছে, যাতে অনেকের জীবন বেঁচে গেছে। গভর্নর জানান, জাহাজটি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে সেতুর দিকে এগোচ্ছিল। এই গতি ছিল অনেক বেশি।