বাংলা ভাষা ও সাহিত্যে নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল জাতীয় সাহিত্য উৎসব। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল সাহিত্য ক্লাব এই আয়োজন করছে। ২৮-২৯ সেপ্টেম্বর গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই আয়োজন।
কবিতা, গল্প, বুক রিভিউ, দেয়ালিকা, সাহিত্য কুইজ (একক ও দলীয়), নির্দিষ্ট বই থেকে কুইজ, সাহিত্য বক্তৃতা, গল্পপূরণ, ফটোগ্রাফি, বাংলা ভাষা কুইজ ইত্যাদিসহ ১৫টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ষষ্ঠ-অষ্টম শ্রেণি (জুনিয়র বিভাগ), নবম-দশম (মাধ্যমিক বিভাগ), একাদশ-দ্বাদশ এবং এইচএসসি ২০২৩ এবং ২০২৪ ব্যাচের (উচ্চমাধ্যমিক বিভাগ) শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। উৎসবে নিবন্ধন করতে হবে অনলাইনে। নির্দিষ্ট ফি দিয়ে নিবন্ধন করতে হবে। তবে এই কুপন ব্যবহার করে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। কুপন কোড: GSHSLC30। নিবন্ধন লিংক দেখুন এখানে।
তবে সাহিত্য কুইজ (একক), গল্পপূরণ, উপস্থিত বক্তৃতা, নির্দিষ্ট কিছু বই থেকে কুইজ, বাংলা ভাষা কুইজ এবং দেয়ালিকার নিবন্ধন সরাসরি স্কুলে এসে করার সুযোগ থাকছে। থাকছে সাহিত্যবিষয়ক কর্মশালা। উৎসবে উপস্থিত থাকবেন বরেণ্য সাহিত্যিকেরা।