জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৮ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৯৮০–এর দশকে চিকিৎসাবিজ্ঞান পা রেখেছিল নতুন এক অধ্যায়ে। রোগনির্ণয় সহজ হয়ে গিয়েছিল অনেকাংশে। আর তা সম্ভব হয়েছিল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং কিংবা এমআরআইয়ে। শরীরের অভ্যন্তরীণ কোনো অংশের সমস্যা নির্ণয়ে স্পষ্ট ছবির প্রয়োজন। মূলত এই কাজই করে এমআরআই। অত্যাধুনিক এই প্রযুক্তির মাধ্যমে ক্যানসার, টিউমার, স্ট্রোকসহ জটিল সব রোগ নির্ণয় করা সম্ভব হয়।
১৯৮০ সালের আজকের এই দিনে প্রথম স্কটল্যান্ডে এমআরআই যন্ত্রের ব্যবহার করা হয়। সেখানকার এবারডিন রয়্যাল ইনফারমারিতে এ ঘটনা ঘটে।
উড়ন্ত গাড়ি
ডোরেমনকে তো সবাই চেনো। জাপানিজ এই কার্টুনে প্রায়ই ভবিষ্যতের উড়ন্ত গাড়ি দেখানো হতো। এই গাড়ি মাথার ওপর দিয়ে শাঁই করে চলে যেত। বাস্তবে সেটা ছিল প্রায় অসম্ভবের মতো। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে জাপানেরই এক কোম্পানি স্কাইড্রাইভ। ২০২০ সালের আজকের দিনে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এই উড়ন্ত গাড়ি বা ফ্লায়িং কার চালানো হয়। জাপানের অন্যতম বড় টেস্টিফিল্ড টয়োটা টেস্টফিল্ডের ওপর দিয়ে এস ডি-জিরো থ্রি মডেলের উড়ন্ত গাড়িটির পরীক্ষামূলক উড্ডয়ন করানো হয়।
অন্যদিকে মার্টিন লুথার কিং জুনিয়র যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষার উদ্দেশ্যে একটি বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। ‘আই হ্যাভ আ ড্রিম’ বাক্যটির কারণে বিখ্যাত হওয়া ভাষণটি আজও মানুষের কানে বাজে। প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষের উপস্থিতিতে ১৯৬৩ সালের আজকের দিনে কালজয়ী সেই ভাষণ দেন এই কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী।