শব্দগুলো খুঁজে বের করো

শব্দভেদ মেলানোর নিয়ম জানা আছে তো? বাঁ থেকে ডানে এবং ওপর থেকে নিচে দেওয়া থাকে সংখ্যা। আর এসব সংখ্যা অনুযায়ী দেওয়া থাকে সংকেত। সে অনুযায়ী শব্দ খুঁজে বের করে ফাঁকা ঘরে বসালেই হয়ে যায় শব্দভেদ। শব্দভেদ মিলিয়ে শিখতে পারবে নতুন নতুন শব্দ। সেই সঙ্গে হয়ে যাবে বুদ্ধির পরীক্ষাও।

বাঁ থেকে ডানে

১. স্বরযন্ত্র, গলদেশ। ৩. নাসিকা। ৫. যে প্রাপ্ত হয় বা পায়। ৭. অধ্যয়ন, পঠন। ৮. নুন। ১০. কপাল, ভাগ্য। ১২. নরম, মৃদু। ১৪. যার গড়ন সুন্দর, সুশ্রী। ১৬. জমির বাঁধ। ১৭. মনোযোগ, মনঃসংযোগ। ২০. কাটার যন্ত্র, কাটারি। ২১. অস্ত্রাদির সাহায্যে বনের পশুপাখির প্রাণ বধ। ২২. ময়দান, প্রান্তর। ২৩. উষ্ণতা, উত্তাপ।

ওপর থেকে নিচে

১. দেহের কাঠামো, অস্থিপঞ্জর। ২. সর্প। ৪. দরজার পাল্লা। ৫. জীবন, হায়াত। ৬. কলম রাখার পাত্র। ৯. নৌকার ছোট দাঁড়। ১১. রক্তবর্ণ। ১৩. কপোল, গণ্ড। ১৪. আরাম, আয়েশ। ১৫. মায়া, স্নেহ। ১৬. প্রশ্রয়। ১৮. লোনা, লবণাক্ত। ১৯. অধিক, অনেক। ২০. কাষ্ঠ।