রঙের বিভ্রাট

আমরা যে দেখি, তা বুঝতে মস্তিষ্ক কল্পনাশক্তির ওপর নির্ভর করে। আবার কল্পনার জন্য মস্তিষ্ক ব্যবহার করে রং ও আকৃতি। অনেক সময় মস্তিষ্কে বিভ্রান্তিকর ছবি ফুটে ওঠে। মানে যা নেই, তা–ও আমরা দেখি। ফলে ধোঁকা খাই। কীভাবে? এসব ছবি দেখলেই তা বুঝতে পারবে।

আঁকাবাঁকা ছবি

উপরের ছবিটিকে কি আঁকাবাঁকা লাগছে? মনে হচ্ছে বাতাসে দুলছে? আসলে ছবির সব কটি আকার কিন্তু সরলরেখায় আছে। কিন্তু প্রতিটি ঘরে ওই সাদা ও কালো দাগগুলোর জন্য মনে হচ্ছে, ছবিটি আঁকাবাঁকা; বাতাসে দুলছে। ভালো করে তাকিয়ে দেখলেই ফাঁকিটা ধরতে পারবে।

আরও পড়ুন

রঙের বিভ্রাট

আমাদের মস্তিষ্ক আশপাশের রঙের সঙ্গে মিলিয়ে অন্য বস্তুর রং নির্ধারণ করে। যেমন এখানে একটি ঘরে দেখা যাচ্ছে B লেখা। ঘরটি ধূসর রঙের, অনেকটা ছায়ার মতো। কিন্তু সত্যিটা হলো, A ঘরের রং যা, B ঘরেরও তা–ই।