আমার খালামণি আমাকে দুটি মুরগি দিয়েছিল। একটার নাম কালু, আরেকটার নাম লালু। তিন মাস পর কালু হারিয়ে গেল; কিন্তু লালুর ডিম থেকে ফুটল বাচ্চা। তার মধ্যে একটার নাম অরেঞ্জ জুস (কারণ, ও ছিল কমলা রঙের)। ছয়–সাত মাস পর অরেঞ্জ জুস প্রথম ডিম পাড়ল, বাসার সবাই খুশি। কিন্তু একটি ডিম পেড়ে সে আর ডিম পাড়ছিল না। আম্মু বলল ওকে জবাই করে খেয়ে ফেলবে। যে কথা সেই কাজ, খাঁচায় ঢুকিয়ে রাখলাম ওকে। ও খাঁচায় ধাক্কা দিচ্ছিল বের হওয়ার জন্য। পরে আমি আম্মুকে অনুরোধ করে ওকে খাঁচা থেকে বের করে দিলাম। ও দৌড়ে ওদের বাসার নেটের ওপর গেল। কয়েকটা বরইগাছের পাতা পড়ে ছিল, সেগুলোর ওপর বসল সে। প্রথম ডিমটি বাসায় পেড়েছিল। দুই ঘণ্টা পর পাতাগুলোর ওপর থেকে উঠে গেল অরেঞ্জ জুস। ওঠার পর আম্মু গিয়ে দেখল যে ছয়টা ডিম, তার মানে এত দিন ও এখানেই ডিম পাড়ছিল। সবাই অবাক। পরে আম্মু বলল, অরেঞ্জ জুসকে আর জবাই করবে না। আমি তো খুশি।
লেখক: শিক্ষার্থী, তৃতীয় শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা