জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০২ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
আজ থেকে প্রায় ৪০০ বছর আগের কথা। ১৬০৮ সালের দিকে হ্যানস লিপারহে নামের এক চশমা নির্মাতা নতুন এক যন্ত্র আবিষ্কার করেন। সেটি ছিল এক বিশেষ ধরনের কাচ, যা দিয়ে দূরের বস্তু তিন ভাগ কম দূরে দেখা সম্ভব হতো। সেই সঙ্গে দূরের বস্তুকে তিন গুণ বড় করেও দেখা সম্ভব ছিল। এই যন্ত্রকেই প্রাথমিক টেলিস্কোপ হিসেবে ধরা হয়। ১৬০৮ সালের আজকের এই দিনে হ্যানস লিপারহে তাঁর উদ্ভাবিত টেলিস্কোপের পেটেন্ট চেয়ে আবেদন করেন। এরপর অবশ্য আরও উন্নত নকশার টেলিস্কোপের আবিষ্কার হয়েছে।
আজ ভারতের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর জন্মদিন। তাঁর পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। ১৮৬৯ সালের আজকের এই দিনে ভারতের পোরবন্দরে জন্মেছিলেন তিনি। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রামে তাঁর অবদান অনেক।