‘সহ্য করতে পারবি? এভাবে দাঁড়িয়ে থেকে সম্পর্কের শেষ দেখতে নেই। চল। এখান থেকে।’ বাবার কথা শুনল না আতিক। তার ধারণা, শেষটা চাক্ষুষ করলে আগামী দিনে মন খারাপ কম হবে। ভাঙনের দৃশ্যটায় চাপা থাকবে সুন্দর মুহূর্তগুলো। আসলে সুন্দর মুহূর্তই তো বেশি কষ্ট দেয়!
মায়ের চিকিৎসার খরচ সামলাতে বাড়িটা বিক্রি করতেই হলো। প্রোমোটার এখানে ফ্ল্যাট বানাবে। দুটি মেশিন বাড়িটা ভেঙে ফেলছে। প্রিয় বাড়িটার সঙ্গে ভেঙে যাচ্ছে আতিকের ছেলেবেলা, হাসি-হইচই, বাবার বকুনির প্রতিধ্বনি, মায়ের ডাক। আরও কত সম্পর্ক যে চুরমার হচ্ছে…
লেখক : শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ঢাকা