ক্রিকেটে বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস লাভ

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৫ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

বাংলাদেশে ক্রিকেটের শুরু অনেক আগে হলেও আজকের দিনটি ক্রিকেটের জন্য বিশেষ। ১৯৯৭ সালের আজকের এই দিনে বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। এর পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে খেলা শুরু করে। ১৯৯৮ সালে বাংলাদেশ ভারতে যায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে। ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হয় এই সিরিজ। অংশগ্রহণকারী দেশ হিসেবে ছিল ভারত, বাংলাদেশ ও কেনিয়া। ১৯৯৮ সালের ১৭ মে সেই সিরিজের ওয়ানডে ম্যাচে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ ওয়ানডেতে প্রথম জয়ের দেখা পায়। এটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম জয়।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যনির্বাহি অঙ্গ-সংগঠন কোর্ট অব ডাইরেক্টর্স হিন্দু কলেজের নাম পালটে নতুন নামকরণ করে প্রেসিডেন্সি কলেজ। ১৮৫৫ সালের আজকের এই দিনে প্রেসিডেন্সি কলেজের কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন