কিশোর আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘নগদ কিআ কার্নিভ্যাল ২০২৩’। জনপ্রিয় মডেল, অভিনেতা ও অভিনেত্রীদের পদচারণে আয়োজিত হয়েছে জমজমাট এক কার্নিভ্যাল। কিআড্ডায় ছিলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কী বলেছিলেন তাঁরা?
গ্রিন হাউসে কিআড্ডায় অংশগ্রহণ করেন তিশা-ফারুকী জুটি। কিশোর আলোর পাঠকদের নানা প্রশ্নের উত্তর দেন তাঁরা। একজন প্রশ্ন ছুড়ে দেয়, ‘ছোটবেলায় কিআর মতো কোনো কার্যক্রমে যুক্ত ছিলেন কি না!’ উত্তরে তিশা বলেন, ‘আমাদের সময় “নতুন কুঁড়ি” ছিল। তখন সারা বাংলাদেশে নতুন কুঁড়ির কার্যক্রম হতো। নতুন কুঁড়ির কার্যক্রমে আমি যুক্ত ছিলাম। তাই গান-নাটকের চর্চার মধ্যেই থাকতাম।’ এক প্রশ্নের জবাবে মোস্তফা সরয়ার ফারুকী জানান, তিনি বরাবরই চুপচাপ। বেশি কথা বলতে পছন্দ করেন না। তিনি মনে করেন, কিশোর আলোর ছেলেমেয়েরা তাঁর চেয়ে অনেক সাহসী।
উপস্থিত সবাই তিশা-ফারুকীর সন্তান ইলহামকে মিস করেছে। পরের বছর ইলহামকে কিশোর আলোর জন্মবার্ষিকীর আয়োজনে নিয়ে আসবেন বলে আশ্বাস দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। এক শিক্ষার্থী জিজ্ঞেস করে, ‘আপনার প্রিয় শিক্ষক কে?’ ফারুকী বলেন, ‘আমার প্রিয় শিক্ষক আমার ভুল।’
কিআ কার্নিভ্যালের লেখক দল : আমাতুননূর বুশরা, মৃণাল সাহা, মোহাম্মাদ উল্লাহ জাফরী, সামিহা হায়দার ও আহমাদ মুদ্দাসসের