প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক ফুটবল ম্যাচ

ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক ফুটবল ম্যাচ
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩০ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

১৮৭২ সালের ৩০ নভেম্বর ফুটবলের ইতিহাসে একটি বিশেষ দিন। স্কটল্যান্ডের গ্লাসগো শহরের হ্যামিলটন ক্রিসেন্ট মাঠে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল আনুষ্ঠানিক আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এই দিন স্কটল্যান্ড এবং ইংল্যান্ড দল মুখোমুখি হয়েছিল ঐতিহাসিক এক প্রতিযোগিতায়।

দুটি দলের মধ্যকার এই ম্যাচ ছিল ফুটবলের শুরু থেকেই গড়ে ওঠা প্রতিদ্বন্দ্বিতার এক নিখুঁত প্রতিচ্ছবি। ম্যাচটি ছিল ১১ জনের দল বনাম ১১ জনের দল নিয়ে একটি পূর্ণাঙ্গ খেলা, যা আধুনিক ফুটবলের ভিত্তি তৈরি হয়েছিল। প্রায় ৪০০০ দর্শক মাঠে হাজির ছিলেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। যদিও খেলার ফলাফল ছিল গোলশূন্য ড্র। 

এছাড়াও ১৮৭৪ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ রাজনীতিবিদ উইনস্টন চার্চিল। পোষা প্রাণী হিসেবে যার ছিল একটি হায়েনা!

আরও পড়ুন