গার্গির বয়স কত

অলংকরণ : এআই আর্ট

১. গার্গির এক ভাই আছে, নাম ফিরোজ এবং বোনের নাম ডালিয়া। ফিরোজের বয়স ৭ বছর এবং ডালিয়ার ১৫। গার্গি এই দুজনের ঠিক মাঝামাঝি বয়সী হলে গার্গির বয়স কত?

অলংকরণ : এআই আর্ট

২. আমি ১৫ থেকে ৩০-এর মধ্যে একটা সংখ্যা ভাবছি। সংখ্যাটি ৪-এর গুণিতক। তবে এ সংখ্যায় কোনো ২ নেই। বলো তো, আমি যে সংখ্যাটা ভাবছি, সেটা কত?

আরও পড়ুন
অলংকরণ : এআই আর্ট

৩. জ্যোতির কাছে ২০০ টাকা আছে। সে ভাবল, ৫০ টাকা দিয়ে একটা আইসক্রিম খাবে। কিন্তু দোকানে গিয়ে আর আইসক্রিম খেতে ইচ্ছা করল না। কারণ, সে ১০০ টাকার চিপস কিনেছে। পরের দিন সে বাকি টাকার আরও অর্ধেক টাকা দিয়ে ফুচকা খেল। তাহলে এখন আর জ্যোতির কাছে কত টাকা রইল?

অলংকরণ : এআই আর্ট

৪. জনি মুভি দেখতে গিয়ে ২১০ টাকা দিয়ে পপকর্ন ও ড্রিংকস কিনেছে। পপকর্নের দাম যদি ড্রিংকসের চেয়ে ৫০ টাকা বেশি হয়, তাহলে কোনটার দাম কত?

অলংকরণ : এআই আর্ট

৫. ৬০ সেকেন্ডে ১ মিনিট, ৬০ মিনিটে ১ ঘণ্টা এবং ২৪ ঘণ্টায় ১ দিন হলে ১ দিনে মোট কত সেকেন্ড হয়?

আরও পড়ুন