বর্ণমেলায় থাকছে বর্ণ কারিগর প্রতিযোগিতা
তুমি যদি স্কুলপড়ুয়া হয়ে থাকো, তবে তোমার জন্য বর্ণমেলায় রয়েছে এক বিশেষ সুযোগ। তুমি নিজের বানানো বর্ণ নিয়ে অংশ নিতে পারো বর্ণমেলায়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে একুশে ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে ‘বর্ণমেলা’। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে এবারও থাকছে আয়োজন।
স্কুলপড়ুয়াদের জন্য বর্ণমেলায় থাকছে বিশেষ আয়োজন বর্ণ কারিগর প্রতিযোগিতা। সহজে নষ্ট হয় না, এমন পছন্দের জিনিস দিয়ে বানাতে হবে বর্ণ। যেকোনো বস্তু দিয়ে এই বর্ণ বানানো যাবে। শৈশবের রঙে বর্ণ বানিয়ে পাঠাতে হবে প্রথম আলোর ঠিকানায়। তোমার পাঠানো বর্ণ একুশে ফেব্রুয়ারি আয়োজিত বর্ণমেলায় প্রদর্শন করা হবে।
বাংলা বর্ণমালা, ভাষা ও ভাষাগত ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন আনন্দ আয়োজন থাকছে বর্ণমেলায়। শিশু-কিশোরদের কাছে বর্ণের ছন্দে ভাষাগত ঐতিহ্য ও গৌরবকে তুলে ধরার আয়োজন এই বর্ণমেলা।
বর্ণ কারিগর প্রতিযোগিতা হবে তিনটি বিভাগে
‘ক’ বিভাগ: তৃতীয় শ্রেণি পর্যন্ত
‘খ’ বিভাগ: চতুর্থ–ষষ্ঠ শ্রেণি
‘গ’ বিভাগ: সপ্তম–দশম শ্রেণি
বর্ণ পাঠানোর ঠিকানা: বর্ণমেলা, প্রথম আলো ভবন, ১৯ কারওয়ান বাজার, ঢাকা
বিস্তারিত দেখো এখানে: https://services.prothomalo.com/bornomela/