এসো দুরন্ত শৈশবের বর্ণমেলায়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে একুশে ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে ‘বর্ণমেলা’। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে এবারও থাকছে আয়োজন। বাংলা বর্ণমালা, ভাষা ও ভাষাগত ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন আনন্দ আয়োজন থাকছে এ মেলায়। শিশু-কিশোরদের কাছে বর্ণের ছন্দে ভাষাগত ঐতিহ্য ও গৌরবকে তুলে ধরার আয়োজন এই বর্ণমেলা।

দুরন্ত শৈশবের আনন্দ নিয়ে জমবে এবার বর্ণমেলা। মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি সবাইকে নিয়ে চলে এসো তাঁদের দুরন্ত শৈশবের খেলাধুলা, খেলনা, মজার খাবারদাবারসহ হরেক রকম আনন্দে মেতে উঠতে।

দিনব্যাপী বর্ণমেলায় থাকবে নানামাত্রিক সাংস্কৃতিক আয়োজন। যা তোমাদের সামনে ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরবে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য থাকবে বর্ণের নকশা তৈরির প্রতিযোগিতা ‘বর্ণ কারিগর’। থাকছে সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা ‘বর্ণলিখন’। ছবি আঁকার জন্য থাকছে প্রতিযোগিতা ‘বর্ণাঙ্কন’।

প্রিয়জনের (দাদা–দাদি, নানা–নানি) কাছে চিঠি লেখা প্রতিযোগিতা ও ‘ফিরে যাই দুরন্ত শৈশবে মেতে উঠি গানের উৎসবে’ আয়োজনও থাকছে। বর্ণ-রঙের খেলা, গ্রামবাংলার বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খেলা, বর্ণমালা ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার আয়োজন, বর্ণ ও ভাষার নকশায় করা পোশাক, বই, খাবারসহ বিভিন্ন অনুষঙ্গের প্রদর্শনী, ভাষা ও বর্ণের গান, কবিতা, পাপেট বা মাপেট শো ও বর্ণের ডাকটিকিট প্রদর্শনের মতো আকর্ষণীয় বিষয় তো থাকছেই।

এ ছাড়া থাকবে প্রথমা বইয়ের দুনিয়া, বই বর্ণালি, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। দেশের সেরা লেখক, শিল্পী, গায়ক, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে। বর্ণমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজনটির প্রচার সহযোগী এটিএন বাংলা। আয়োজনের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ‘মেরিল বেবি’।

চলে এসো ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার বর্ণমেলায়। অনুষ্ঠান চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুন