শিশু-কিশোরদের নিরাপত্তাই প্রথম

প্রচ্ছদ: মেহেদী হক

সারা পৃথিবীর এইটাই রীতি, শিশু-কিশোরদের নিরাপত্তাই প্রথম। বাংলাদেশে ছাত্র-গণ–আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু শিশু মারা গেছে। আহতও হয়েছে অনেকে। আর ভয়ে-আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে কতজন, তার হিসাব নেই।

এই ভয়াবহ ঘটনার নিন্দা-প্রতিবাদ জানাই আমরা।

তোমাদের মধ্যে যাদের বয়স ১৮-এর নিচে, তাদের প্রতি আমাদের আহ্বান, মা–বাবার কথা শুনবে, যা কিছুই করো না কেন, মা–বাবাকে বলে অনুমতি নিয়ে করবে।

আর যাঁদের বয়স ১৮-এর ওপরে, তাঁরা নিজেদের বিবেক অনুযায়ী চলবে। তারপরও বলব, সব সময় মনে রাখবে, তোমার নিরাপত্তা যেমন খুব বড় বিষয়, অন্যদের নিরাপত্তাও দেখার দায়িত্ব আমাদের সবার।

নাজিম হিকমতের কবিতা আছে, দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে।

এই দুঃসময় কেটে যাক। বাংলাদেশ সবার জন্য নিরাপদ হোক। সব হত্যাকাণ্ডের বিচার হোক। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। তোমাদের জন্য ডা. আহমেদ হেলালের একটা লেখা থাকল, এটা পড়ো।

বাকি লেখাগুলোও পড়ো। মনে রাখবে, তোমরা বড় হয়ে দেশের ভার নেবে। তখন আর এই দেশে একটি শিশুরও অকালমৃত্যু হবে না। সেই দায়িত্বের উপযুক্ত হয়ে গড়ে তুলতে হবে তোমার নিজেকে।

আরও পড়ুন