নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কীভাবে

নোবেল পুরস্কাররয়টার্স
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১০ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ১০ ডিসেম্বর

১৯০১ সালের আজকের এই দিনে ইতিহাসের পাতায় যোগ হয় এক নতুন অধ্যায়—প্রথমবারের মতো নোবেল পুরস্কারের ঘোষণা করা হয়। নোবেল পুরস্কারের সূচনা হয় সুইডিশ বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেলের নামে। ডিনামাইট আবিষ্কারের জন্য পরিচিত এই বিজ্ঞানী তাঁর জীবনের শেষ দিকে উপলব্ধি করেন, তাঁর উদ্ভাবন মানবজীবনে যেমন উন্নতি এনেছে, তেমনি ভুল ব্যবহার বিশ্বে সংঘাতও সৃষ্টি করেছে। এ কারণে তিনি নিজের রেখে যাওয়া বিশাল সম্পদ মানবজাতির কল্যাণে উৎসর্গ করতে চান।

নোবেল তাঁর উইলে উল্লেখ করেন, তার সম্পদ থেকে একটি তহবিল গঠন করা হবে, যা থেকে প্রতি বছর এমন ব্যক্তিদের পুরস্কৃত করা হবে, যারা মানবজাতির উন্নতিতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। তাঁর ইচ্ছা অনুযায়ী, প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় পাঁচটি শাখায়—রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে অর্থনীতিতেও নোবেল পুরস্কার যোগ হয়।

প্রথম নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শান্তি পুরস্কার পান রেড ক্রসের সহ-প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট। চিকিৎসা শাখায় পুরস্কার পান এমিল ভন বেহরিং।

১৮৬৮ সালের আজকের এই দিনে যুক্তরাজ্যের লন্ডনে ওয়েস্টমিনস্টার প্রাসাদের সামনের সড়কে প্রথম চালু হয় ট্র্যাফিক বাতি।

আরও পড়ুন