টিনটিনের কুকুর স্নোয়ি

আজ চলো দুঃসাহসী টিনটিনের গোয়েন্দা সঙ্গী কুকুর স্নোয়িকে বানাই। শুরুতে বাদামি রঙের দুটি বর্গাকার কাগজ নাও।

প্রথম অংশ

১। একটি কাগজ নিয়ে তির চিহ্ন বরাবর ডান থেকে বাঁয়ে ভাঁজ করো।

২। নিচের ডট করা অংশটি ওপরের দিকে ভাঁজ করো।

৩। ডট করা ত্রিভুজাকার অংশটি নিচের দিকে ভাঁজ করো।

৪। এটিই হবে স্নোয়ির মাথা।

আরও পড়ুন

দ্বিতীয় অংশ

১। অন্য কাগজটি নিয়ে এবার তির চিহ্ন বরাবর ভাঁজ করো।

২। ডান পাশের ছোট ত্রিভুজাকার অংশটি এবার বাঁয়ে এমনভাবে ভাঁজ করো, যাতে ৩ নম্বর চিত্রের মতো দেখায়।

৩। প্রথম অংশে পাওয়া মাথাটি এবার চিত্রের মতো ২ নম্বর ধাপের মাথায় বসিয়ে দাও। আঠা দিয়ে ভালোভাবে জুড়ে দিতে পারো।

৪। এবার চোখ-মুখ-নাক, হাত-পা এঁকে নাও।

৫। দেখো তো কেমন সজাগ দৃষ্টিতে কান খাড়া করে বসে আছে কুকুরছানাটি। তোমার কোনো রহস্যের সমাধান খুঁজতে এবার সঙ্গে রাখতেই পারো ওকে। কী বলো!

আরও পড়ুন