সম্প্রতি মহাকাশে গিয়ে দারুণ বিপদে পড়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর। নির্দিষ্ট কিছু কাজ করতে এই দুই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। কিন্তু এখন সে কাজ শেষ হয়ে গেলেও তাঁরা পৃথিবীতে ফিরতে পারছেন না। কারণ, তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনবে যে মহাকাশযান, সেই বোয়িং স্টারলাইনার ফুটো হয়ে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়েছে। এখন এর সমাধান না হওয়া পর্যন্ত পৃথিবীতে আসতে পারবেন না ওই দুই বিজ্ঞানী। তবে এতে তাঁদের কোনো সমস্যা নেই। কারণ, মহাকাশে থাকার অভিজ্ঞতা তাঁদের অনেক। এর আগে টানা ৩২২ দিন মহাকাশে থেকে সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকা নারীর রেকর্ড গড়েছিলেন সুনিতা উইলিয়ামস। এর আগেও তিনবার মহাকাশে গেছেন তিনি। ব্যারিও অভিজ্ঞ নভোচারী। এর আগে তিনিও তিনবার মহাকাশ ভ্রমণ করেছেন।
বর্তমানে এই দুই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই রয়েছেন। পৃথিবীতে ফেরার উপায় না পাওয়া পর্যন্ত সেখানে তাঁরা আরও কিছু গবেষণা করবেন। এর মধ্যে স্পেসওয়াক বা মহাকাশে হাঁটার কথা রয়েছে। তবে তাঁরা কবে ফিরে আসবেন তা এখনো নিশ্চিত নয়। নাসা থেকে জানানো হয়েছে, হিলিয়াম ছড়িয়ে পড়ার কারণে তাঁদের ত্রুটি সারিয়ে তুলতে একটু দেরি হচ্ছে। তবে শিগগিরিই তাঁদের পৃথিবীতে ফেরত আনা হবে।
সূত্র: স্পেস ডটকম