এই প্রথম বিজ্ঞানীরা একটি তিমির সঙ্গে কথা বললেন। না, তোমার–আমার ভাষায় নয়। সরাসরি তিমির ভাষায় কথা হয়েছে। আর কথা বলার কাজটি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এ জন্য গবেষকেরা বেছে নিয়েছেন একটা হ্যাম্পব্যাক তিমিকে। তিমিটির নাম দেওয়া হয়েছে টোয়াইন। একটা তিমি অন্য একটা তিমির সঙ্গে যে শব্দ তরঙ্গের সাহায্যে যোগাযোগ করে, বিজ্ঞানীরা তা আগেই রেকর্ড করে রেখেছিলেন। সেই শব্দ ব্যবহার করে টোয়াইন নামে তিমিটির মনোযোগ আকর্ষণ করেন বিজ্ঞানীরা। সেই ডাকে সাড়াও দেয় টোয়াইন। গবেষকদের নৌকার চারপাশে ওটা ঘুরতে থাকে। টোয়াইনের সঙ্গে টানা ২০ মিনিট এভাবে কথা বলেন বিজ্ঞানীরা। এই কথোপকথনের থেকে পাওয়া তথ্য দিয়ে তিমিদের সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে মনে করেন গবেষণা দলের প্রধান ব্রেন্ডা ম্যাকাওয়ান। ভবিষ্যতে হয়তো তিমি বা অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষ কথাবার্তা বলার চেষ্টা করবে। এটা তার সূচনামাত্র।