চোখের পলকে রুবিকস কিউব মিলিয়ে রেকর্ড গড়েছে রোবট

ছবি: গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৯ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

ছোটবেলা থেকে বহু চেষ্টার পরেও অনেকেরই রুবিকস কিউব মেলাতে মাথায় কেমন যেন তালগোল পাকিয়ে যায়। তোমাদের কি এমন হয়? তবে এক রোবটের খবর তোমাদের দেব, যে কিনা মাত্র ০.৬৩৭ সেকেন্ডের মধ্যে মিলিয়ে ফেলেছিল একটা রুবিকস কিউব!

২০১৬ সালের আজকের এই দিনে জার্মানির মিউনিখ শহরের একটি প্রযুক্তি মেলায় সাবওয়ান রিলোডেড নামের একটি রোবট এমন কীর্তি দেখিয়ে নতুন রেকর্ড তৈরি করে। বিশেষভাবে ডিজাইন করা এই রোবট রুবিকস কিউব দ্রুততম সময়ে মেলানোর জন্য বিখ্যাত হয়ে ওঠে।

এই রোবটের ডিজাইনে এমন মোটর আর ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা খুব দ্রুত কিউবের রং ও অবস্থান শনাক্ত করতে সক্ষম। ফলে কিউব মেলাতে খুব সহজেই এটি একেবারে নিখুঁত সমাধান বের করে ফেলতে পারে। এমনকি রোবটটির কিউব মেলানোর সময় যেন এক মুহূর্তও অপচয় না হয়- সেভাবেই তৈরি করা হয়েছে এটিকে।

এছাড়াও ১৯৮৯ সালের আজকের এই দিনে টানা পাঁচ দিনের বিক্ষোভ শেষে পূর্ব বার্লিনের লাখো মানুষ প্রাচীর ভেঙে পশ্চিম বার্লিনে প্রবেশ করেন। এরই মাধ্যমে ফের এক হয় বার্লিন।

আরও পড়ুন