প্রতিনিয়ত আমরা অনেক জিনিস ব্যবহার করি। সেখান থেকে তৈরি হয় বর্জ্য। যেমন পানি বা ড্রিংকসের বোতল, চিপসের প্যাকেট ইত্যাদি। এসব বর্জ্য পরিবেশের জন্য ক্ষতিকর। প্লাস্টিক বা অপচনশীল বস্তু মাটিতে মিশে মাটি দূষণ হয়। মাটির নিজে এই বস্তু ক্ষয় হতে বহু বছর লাগে। মাটির নিচের পানি দূষিত হলে মানুষের খাবার পানি আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই পরিবেশবাদী ও বিজ্ঞানীরা নিয়মিত রিসাইকেল করার কথা বলেন। পরিবেশকে ঝুঁকিতে ফেলে এমন বস্তুগুলো পরিবেশে ফেলে না দিয়ে রিসাইকেল করা প্রয়োজন।
সেই ক্ষতিকর বস্তু দিয়েই যদি বানানো যায় আসববাব, তাহলে পরিবেশের জন্য তথা আমাদের জন্যই ভালো। আর এই কাজ করেছেন নরওয়ের সেলিন স্যান্ডবার্গ নামের এক গবেষক। তিনি ফেলে দেওয়া কফি ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করেছেন চেয়ার। পলিথিনের ব্যবহার কমানোর জন্য তিনি বর্তমানে কাজ করছেন। পাশাপাশি আরও নানা ধরনের ফেলনা জিনিস ব্যবহার করে কীভাবে আসবাব বানানো যায়, তা নিয়ে করছেন গবেষণা।