আধুনিক প্রযুক্তি দিয়ে নতুন করে মাপা হয়েছে মাউন্ট এভারেস্টের উচ্চতা

এভারেস্ট
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৮ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ০৮ ডিসেম্বর

প্রকৃতির এক অপার বিস্ময় মাউন্ট এভারেস্ট। বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বতশৃঙ্গ কেবল যে উচ্চতার জন্য বিখ্যাত তা নয়, এই শৃঙ্গ মানুষ ও প্রকৃতির পারস্পরিক লড়াইয়ের প্রতীক। মাউন্ট এভারেস্টের উচ্চতা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। এই শৃঙ্গ হিমালয় পর্বতমালার অংশ, যা নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত।

বহু বছর পর ২০১৯ সালে পর্বতের উচ্চতা নিয়ে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি ঐতিহাসিক বিবরণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নেপাল ও চীনের যৌথ জরিপকারীরা একটি নতুন জরিপ কার্যক্রম চালান। আধুনিক উপগ্রহ প্রযুক্তি, জিপিএস এবং বায়ুমণ্ডলের চাপ পরিমাপক যন্ত্র ব্যবহার করে অবশেষে এই শৃঙ্গের সঠিক উচ্চতা নির্ধারণ করা হয়।

২০২০ সালের আজকের এই দিনে এ জরিপের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে ঘোষণা করা হয়, মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার (২৯,০৩১.৬৯ ফুট)। এই উচ্চতা পূর্ববর্তী পরিমাপের চেয়ে সামান্য বেশি, যা বিজ্ঞানীদের মধ্যে আলোচনার নতুন দরজা খুলে দিয়েছে।

ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। এই কোম্পানি মহাকাশে রকেট পাঠিয়ে মাঝেমধ্যেই আলোচনায় থাকে। ২০১০ সালের এই দিনে মহাকাশে প্রথম বাণিজ্যিক নভোযান পাঠায় ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স।

এ ছাড়া ১৮৮১ সালের এই দিনে মার্কিন উদ্ভাবক হেনরি ডব্লিউ সিলি প্রথমবারের মতো বৈদ্যুতিক ইস্তিরি পেটেন্টের জন্য আবেদন করেন।

আরও পড়ুন