জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১১ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
‘সার্ফিং’ বিষয়টার সঙ্গে নিশ্চয়ই তোমরা পরিচিত। সার্ফিং বোর্ডে চড়ে উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে টেক্কা দেওয়ার এই খেলা এখন বিশ্বে বেশ জনপ্রিয়। অলিম্পিকেও এই খেলা নিয়ে রয়েছে আলাদা আয়োজন। সার্ফিংয়ের রয়েছে নানা ধরন। কাইট-সার্ফিং এর মধ্যে অন্যতম। নাম শুনেই বুঝতে পারছ কী হয় এই খেলায়। ঘুড়ি ওড়ানো এবং সার্ফিং, দুটো বিষয় এক করে খেলা হয় এই কাইট-সার্ফিং। তবে এটি সাধারণ ঘুড়ি নয়, পানির উপর দিয়ে প্যারাসুট উড়িয়ে বাতাসের টানে সার্ফাররা কাইট-সার্ফিং করেন।
১৯৭৭ সালের আজকের এই দিনে বিশ্বজুড়ে শুরু হয় কাইট-সার্ফিংয়ের পথচলা। এই দিনে নেদারল্যান্ডসের গিজবার্তুস আদ্রিয়ানুস নামের একজন উদ্ভাবক ও সার্ফার কাইট-সার্ফিং এর পেটেন্ট নেন।
উড়োজাহাজে চড়ে ভ্রমণে গেলে অনেকের জন্য বিশেষ আকর্ষণ থাকে নীল আকাশে মেঘের মধ্যে বসে খাবার খাওয়ার দিকে। ১৯১৯ সালের আজকের এই দিনে প্রথমবারের মতো উড়োজাহাজে ভ্রমণে খাবার দেওয়ার রীতি চালু হয়। এর আগে এমন নিয়ম ছিল না। প্রায় একশো বছর আগের সেই ফ্লাইটে খাবার হিসেবে দেওয়া হয়েছিল স্যান্ডুইউচ এবং ফল।
এছাড়াও আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস।