দাদুর সঙ্গে রহস্য ভেদ

দ্য বক্সকার চিলড্রেন সিরিজ

দ্য বক্সকার চিলড্রেন

লেখক: গারট্রুড চ্যান্ডলার ওয়ার্নার

চার ভাই–বোনের কাহিনি। বাবা-মা মারা যাওয়ার পর তাদের আশ্রয় হয় রেলগাড়ির এক পরিত্যক্ত বগি বা বক্সকারে। পরে তাদেরকে খুঁজে বের করেন তাদের দাদু, নিয়ে যান নিজের কাছে। তবে বক্সকার চিলড্রেন পরিচয়টা রয়ে যায় তাদের সঙ্গে। এরাই দাদুর সঙ্গে আমেরিকার বিভিন্ন অঞ্চলে গিয়ে নিত্যনতুন রহস্য ভেদ করে বেড়ায়। প্রথম বই দ্য বক্সকার চিলড্রেন প্রকাশিত হয় ১৯৪২ সালে। ১৯৭৬ সাল পর্যন্ত গারট্রুড চ্যান্ডলার ওয়ার্নার লেখেন মাত্র ১৯টি বই। তাঁর মৃত্যুর পর অন্য লেখকেরা লিখতে শুরু করেন, তবে বই প্রকাশিত হতে থাকে ওয়ার্নারের নামেই। এখন পর্যন্ত ১৬২টি বই বেরিয়েছে এই সিরিজে। উল্লেখযোগ্য বই দ্য ইয়েলো হাউস মিস্ট্রি, মিস্ট্রি অব দ্য স্টোলেন স্নোবোর্ড, দ্য ফায়ারহাউস মিস্ট্রি ইত্যাদি।

আরও পড়ুন