আজব হলেও গুজব নয়

কলা একটি তেজস্ক্রিয় ফল। গরমের দিনে তোমার নখ দ্রুত বাড়ে।। এরকম কয়েকটি মজার তথ্য পাওয়া যাবে এই লেখায়। মজার তথ্যগুলো আজব হলেও সত্য। তথ্যগুলো কি তুমি জানতে?

ভ্রমণ

সূর্পৃ ও পৃথিবী
ছবি: সংগৃহীত

তুমি না জেনেই প্রতিদিন সূর্যের চারপাশে প্রায় ২৫ লাখ কিলোমিটার ভ্রমণ করো।

প্রাণীর অ্যালার্জি

কুকুর
রয়টার্স প্রতীকী ছবি

কিছু প্রাণীর মানুষের প্রতি অ্যালার্জি আছে। মানুষের মৃত ত্বক থেকে সেসব প্রাণীর অ্যালার্জি হয়। মানুষের কাছে এলে সেগুলোর শ্বাসকষ্ট ও ত্বকে জ্বালাপোড়া হতে পারে।

তেজস্ক্রিয় ফল

কলা
ছবি: আনস্প্ল্যাশ

কলা একটি তেজস্ক্রিয় ফল, তবে খেতে নিরাপদ।

নখের বৃদ্ধি

নখ

গরমের দিনে তোমার নখ দ্রুত বাড়ে।

হীরার জগৎ

হীরা
ছবি: এএফপি

৪০ আলোকবর্ষ দূরে পৃথিবীর দ্বিগুণ আকারের একটি গ্রহ আছে, যার প্রায় পুরোটাই হীরা দিয়ে তৈরি।

আরও পড়ুন