তাসনিয়া ফারিণের প্রিয় লেখক কে?

কিশোর আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘নগদ কিআ কার্নিভ্যাল ২০২৩’। জনপ্রিয় মডেল, অভিনেতা ও অভিনেত্রীদের পদচারণে আয়োজিত হয়েছে জমজমাট এক কার্নিভ্যাল। এসেছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পাঠকদের সঙ্গে দিয়েছেন আড্ডা। মঞ্চে এসে বলেছেন অনুপ্রেরণামূলক কথা। কী বলেছিলেন তিনি?

তাসনিয়া ফারিণফেসবুক থেকে
হাসিমুখে খুদে দর্শক ও অনুরাগীদের সব প্রশ্নের উত্তর দেন ফারিণ
ছবি: রিফাত হাসান

‘অভিনেত্রী না হলে কী হতেন?’ এমন প্রশ্নের জবাবে ফারিণ বলেন, ‘অভিনেত্রী না হলে গায়িকা হতাম!’ ফারিণের স্কুল ও কলেজ ছিল হলি ক্রস, সেখানে পড়াশোনার চাপ ছিল, কিন্তু তিনি পাশাপাশি সব সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে জানান। তাঁর মতে, কলেজ তাঁকে সৎ ও সময়ানুবর্তী বানিয়েছে। নিজের প্রিয় শিক্ষক কলেজের অধ্যক্ষ সিস্টার শিখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তাসনিয়া ফারিণ এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী। অনেকের প্রিয় অভিনেত্রী তিনি। তাসনিয়া ফারিণকে ঘিরে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছিল স্পষ্ট। হাসিমুখে খুদে দর্শক ও অনুরাগীদের সব প্রশ্নের উত্তর দেন তিনি। এক দর্শক প্রশ্ন করে, ‘তোমার স্কুলজীবনের সেরা দিন ছিল কোনটি?’ এর উত্তরে ফারিণ জানান, স্কুলজীবনের সেরা দিন ছিল ‘র৵াগ ডে’। সেই দিনের সুখস্মৃতি এখনো মনে আছে। ফারিণের প্রিয় লেখক ড্যান ব্রাউন ও হুমায়ূন আহমেদ।