শুভ জন্মদিন টেলর সুইফট

টেলর সুইফটএএফপি ফাইল ছবি
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৩ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ১৩ ডিসেম্বর

টেলর অ্যালিসন সুইফট। আমাদের জন্য শুধু টেলর সুইফট। ১৯৮৯ সালের আজকের এই দিনে পেনসিলভানিয়ার ওয়েস্ট রিডিং-এ জন্মগ্রহণ করেন সংগীত জগতের এই প্রতিভাবান গায়িকা।  

ছোটবেলা থেকে সংগীতের প্রতি টেলরের ভালোবাসা ছিল অসীম। সেই ভালোবাসা থেকে মাত্র ১১ বছর বয়সে লিখে ফেলেন প্রথম গান। এর কয়েক বছরের মাথায়, পরিবারের সঙ্গে টেনেসির ন্যাশভিলে পাড়ি জমান এই গায়িকা। সেখানেই মূলত তার সংগীতজীবনের শুরু। তাঁর প্রথম অ্যালবাম ‘Taylor Swift’ প্রকাশিত হয় ২০০৬ সালে।

ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন একজন জনপ্রিয় কান্ট্রি গায়িকা। কিন্তু তার ২০১৪ সালের অ্যালবাম ‘1989’ এর মাধ্যমে তিনি পপ সংগীত জগতে নতুনভাবে আত্মপ্রকাশ করেন। এই অ্যালবামের “Shake It Off,” “Blank Space” এবং “Style” এর মতো গানগুলো শুধু চার্টের শীর্ষে ওঠেনি, ভক্তদের মনেও জায়গা করে নিয়েছে খুব অল্প সময়ে। 

টেলর সুইফট শুধু কি গায়িকা? গানের পাশাপাশি একজন সমাজসেবক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই নারী। শিল্পীদের ন্যায্য অধিকার আদায়ে লড়াই থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন- সব বিষয়েই তিনি সোচ্চার।

আজ তাঁর জন্মদিনে তাঁকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা! 

২০১৩ সালের আজকের এই দিনে ১১২ বছর পর প্রথমবারের মতো তুষারপাত দেখে মিসরের রাজধানী কায়রো শহরের বাসিন্দারা। 

আরও পড়ুন