লিমা কতগুলো ডিম কিনেছে

অলংকরণ: আরাফাত করিম

মনে করো শায়েস্তা খাঁর আমলে খুব কম দামে মুরগির ডিম পাওয়া যেত। এক মহিলা তার বাসার এক কর্মচারী, লিমাকে পাঠালেন ডিম কিনতে। কিন্তু ডিম আনার পরে দেখা গেল, ডিমগুলো খুবই ছোট। তো মহিলা জিজ্ঞেস করলেন, ডিমগুলোর জন্য কত খরচ পড়ল। লিমা বলে, ডিমগুলোর জন্য সে ১২ পয়সা দিয়েছে। কিন্তু যেহেতু ডিমগুলো খুবই ছোট, তাই অতিরিক্ত দুটি ডিম চেয়ে নিয়েছে দোকানদারের কাছ থেকে। অর্থাৎ, দোকানদার প্রতি ডজনে যত দাম চেয়েছে, তার চেয়ে এক পয়সা কমেই সে এনেছে ডিমগুলো। 

প্রশ্ন হলো, লিমা কতগুলো ডিম কিনেছিল?

উত্তর

দোকানদার প্রতি ডজন ডিমের জন্য ৯ পয়সা চেয়েছিল। কর্মচারী ১৬টি ডিমের জন্য ১২ পয়সা দেয় এবং আরও দুটি ডিম অতিরিক্ত নেয়। এতে ডিমের দাম পড়ে ডজনে ৮ পয়সা।

আরও পড়ুন

আরও পড়ুন