মাকে নিয়ে মজার ঘটনা

অলংকরণ: সব্যসাচী চাকমা

মাকে নিয়ে আমার অনেক মজার স্মৃতি রয়েছে। তার মধ্যে একটি গল্প আজ আমি তোমাদের বলব।

ঘটনাটা ২০১৭ সালের জানুয়ারি মাসের ৬ কিংবা ৭ তারিখের। আমার বয়স তখন ৪ বছর। আমরা গিয়েছিলাম নানিবাড়িতে। খালামণি তো আমাদের দেখে মহাখুশি। খালামণি তখন প্রথম প্রথম কেক বানানো শিখেছিল। আমরা গিয়েছিলাম বলে কেক বানানো শুরু করল খালামণি। কিছুক্ষণ পর আম্মু আর নানুমণি গেল বড় নানুমণিদের বাসায়। কেক বানাতে গিয়ে খালামণি, আমি আর আপু আঙিনায় বসে গল্প করছিলাম। তখন খালামণি বলল, ‘আচ্ছা বাবু, তোর মায়ের জন্মদিন কবে রে?’ আপু বলল, ১২ জানুয়ারি। খালামণি বলল, ‘১০ তারিখে তো তোরা চলে যাবি। আর আজ যেহেতু আমি কেক বানাচ্ছি, তাই আজই তোর মাকে উইশ করব।’ কী মজা! আম্মুকে আজ এমন চমকে দেব যে আম্মু কল্পনাও করতে পারবে না। হুর রে! ভাবলাম আমি। একটু পর খালামণি গেল বেলুন কিনতে। দক্ষিণ পাশের ঘরটায় আমরা বেলুন ফোলাতে শুরু করলাম। খালামণি বলল, ‘ছোট বেলুনগুলো মেঝেতে রাখব আর বড় লাভ আকারের বেলুনটা কেকের পাশে রাখব।’ এরপর আপু আর আমি একটুখানি সাজলাম। দরজার দুপাশে আপু আর আমি দাঁড়ালাম। আপু ছোট একটা বেলুন হাতে নিল। কারণ, আম্মু এলেই সেটা ফাটাবে। আম্মু বাসায় আসার পর খালামণি বলল, ‘আপু, দক্ষিণ ঘরে আয় তো।’ যেই না আম্মু ঘরে ঢুকল, সারপ্রাইজ! হ্যাপি বার্থডে, আম্মু। আম্মু আমাদের দেখে চমকে গেল। কারণ, সেদিন তো আম্মুর জন্মদিন ছিল না। আর সব আমাদের নিজ হাতে বানানো। তারপর কেকটা কেটে একসঙ্গে মজা করে খেলাম।

লেখক: শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণি, দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দিনাজপুর