গণিতের রহস্য উন্মোচন

বইয়ের নাম: সংখ্যা রাজ্য

লেখক: সোহানুর রহমান সোহান

সংখ্যারাও যে সুখী হতে পারে, জানো? কিংবা 7-Up নামকরণের কারণ কী? ০ থেকে ৫০ পর্যন্ত প্রতিটি সংখ্যার এমন জানা-অজানা গল্প পড়তে পড়তে হলে এই বইটি তোমার জন্য।

শুরুটা শূন্যের গল্প দিয়ে। তারপর শূন্যের রহস্য উন্মোচনের দৃশ্যপটে আসে ‘মি: লিমিট’। ধীরে ধীরে ১/০, ০/০–সহ গণিতের আরও নানা রকমের রহস্য উন্মোচন হয়। এ রকম আরও নানা ঘটনার মধ্য দিয়ে শেষমেশ উত্তর মেলে, শূন্য কেন জোড় সংখ্যা? কিংবা শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কী হয় এবং এ রকম আরও কিছু বেয়াড়া প্রশ্নের। এর মাঝখানে কিছুক্ষণ চলে লগারিদমের গল্প। বিভিন্ন বৈশিষ্ট্যের মৌলিক সংখ্যা, ম্যাজিক বর্গ ইত্যাদি গণিতের বিষয়ই শুধু নয়, সংখ্যার গল্পে উঠে এসেছে আরও মজার মজার বিষয়। হোরাসের চোখে কোন সংখ্যার খেলা চলে, তা যেমন জানতে পারবে, তেমনি খুঁজে পেতে পারো নিজের পছন্দের মুভির নাম (47-Ronin)।

কিন্তু সংখ্যার সঙ্গে এসবের কী সম্পর্ক? এসব প্রশ্নের উত্তর মিলবে সংখ্যা রাজ্য বইয়ে।

আরও পড়ুন