জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৪ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
১৯৯৭ সালে জে কে রাওলিংয়ের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ বইটি প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় হ্যারি পটারের। বই প্রকাশের পর এর জনপ্রিয়তা এত বেড়ে যায় যে খুব দ্রুত চলচ্চিত্রে রূপ নেয় এই বই। ২০০১ সালের আজকের এই দিনে এই বইয়ের কাহিনি নিয়ে নির্মিত হয় ‘হ্যারি পটার’ সিরিজের প্রথম চলচ্চিত্র।
ছবিটি পরিচালনা করেন পরিচালক ক্রিস কলম্বাস এবং এর প্রযোজনায় ছিল ওয়ার্নার ব্রাদার্স। অভিনয়ে ছিলেন ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট, এমা ওয়াটসনসহ আরও অনেকে। নভেম্বরের ৪ তারিখে যুক্তরাজ্যে এবং ১৬ তারিখে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এটি। মুক্তির খুব অল্প সময়ের মধ্যে চলচ্চিত্রটি বিশাল সাফল্য অর্জন করে।
১৮৪৭ সালের আজকের এই দিনে স্কটিশ চিকিৎসক জেমস ইয়ং সিম্পসন ক্লোরোফর্ম আবিষ্কার করেন। এটি মানুষকে নিমেষেই অজ্ঞান করতে পারে। এর পর থেকে চিকিৎসাবিজ্ঞানের কাজে ব্যবহার করা হয় এই ক্লোরোফর্ম।