জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৭ সেপ্টেম্বর ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
আর্জেন্টিনা না ব্রাজিল? বাংলাদেশি হিসেবে ব্রাজিলের সঙ্গে আমাদের সম্পর্কের শুরুটা এভাবেই। সবুজ-হলুদের পতাকার দেশ ব্রাজিল মানেই সমুদ্র, ফুটবল, আমাজন আর রঙিন সব উৎসব। আজ দেশটির স্বাধীনতা দিবস। ১৮২২ সালের আজকের এই দিনে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকার এই দেশ আয়তনে বেশ বড়। ভৌগোলিক আয়তনের দিক থেকে বিশ্বে পঞ্চম। ৮৫,১৪,৮৭৬.৫৯৯ বর্গকিলোমিটারের এই দেশের জনগণের জীবন বৈচিত্র্যময়। আমাজন রেইনফরেস্টের ৬০ ভাগ অংশ ব্রাজিলে। যা অন্তত ২ দশমিক ৭ মিলিয়ন বর্গমাইল। ফলে গোটা পৃথিবীর ১৫ শতাংশের বেশি জীববৈচিত্র্য শুধু এই একটি দেশেই বিদ্যমান। এর পাশপাশি এই দেশে রয়েছে ২৩টি ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
গোটা পৃথিবীর ৪০ শতাংশ কফি উৎপাদিত হয় ব্রাজিলে। ফলে দেশটি বিশ্বের সবচেয়ে বড় কফি রপ্তানিকারক দেশ। দক্ষিণ আমেরিকার বেশির ভাগ দেশের সঙ্গে ব্রাজিলের সীমানা রয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনকে সংক্ষেপে বলে ইন্টারপোল। ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই সংগঠন বিশ্বের সবচেয়ে বড় পুলিশ সংগঠন। অস্ট্রিয়ার ভিয়েনায় শুরু হয়েছিল এই সংগঠনের পথচলা।