স্মৃতির সোনালি পাতা

মিরা,

আমাদের বন্ধুত্বের শুরু হয়েছিল ২০২৩ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে। আমাদের মাদ্রাসায় তুমি নতুন এসেছিলে। তখন তোমার সঙ্গে আমার পরিচয়ও ছিল না। কিন্তু তুমি আমার কথা শুনে হাসতে। এরপর কারিকুলামের জন্য গ্রুপ করা হলো। সৌভাগ্যই বলতে হয়, তুমি আর আমি একই গ্রুপে পড়েছিলাম। এরপর তোমার নাম জানলাম, পরিচয় হলো। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব হয়েছিল। আমি বই না আনলে তুমি তোমার বই আমাকে দিয়ে নিজে মার খেতে। আমরা একসঙ্গে গল্প করতাম, টিফিন খেতাম, বাড়ির কাজ করতাম, একসঙ্গে মাদ্রাসার মাঠে হেঁটে বেড়াতাম। আন্টি আমার জন্য আনারস পাঠাতেন। খুবই স্মৃতিময় ছিল দিনগুলো।

একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। যদিও দোষ সম্পূর্ণ আমার ছিল। চার মাস আমরা একে অপরের সঙ্গে কথা বলিনি। তারপর আবার সব ঠিক। কিন্তু তখন থেকেই তোমার সঙ্গে কথা বলতে ভয় পেতাম আমি। যদি তুমি আমার কথায় কষ্ট পাও কিংবা রাগ করে কথা না বলো! একটু লজ্জাও পেতাম কথা বলতে। কেন জানা নেই।

একদিন আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম; কিন্তু তুমি সেদিন আসোনি। আমাদের সম্পর্ক হয়তো আরও গাঢ় হতে পারত; কিন্তু তুমি তো মাদ্রাসা ছেড়ে চলে গেছ। আমাকে যারা যারা এইটা নিয়ে বলেছে, তাদের সঙ্গে আমি অনেক রাগ করেছি। একদম মানতে পারি না যে তুমি মাদ্রাসায় আর নেই! আমি তোমাকে কখনো ভুলতে পারব না। তুমিই আমার বেস্ট ফ্রেন্ড। আমাকে ভুলে যেয়ো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালো থেকো।

ইতি,

জারিফা নূর

অষ্টম শ্রেণি, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা, চট্টগ্রাম

আরও পড়ুন