গণিতের তিনটি সমস্যা

১. একটি বাগানে ১০০টি ফুলগাছ আছে। প্রতিটি গাছে গড়ে ৭টি ফুল ফোটে। যদি ১৫টি গাছ থেকে ৩টি করে ফুল তুলে নেওয়া হয়, তাহলে বাগানে আর কতটি ফুল থাকবে?
২. স্বপ্নার জন্মদিনে একটা বড় কেক আনা হয়েছে। কেকটা ১২ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে সমানভাবে। প্রত্যেকে কেকের ১/৪ অংশ খেয়েছে। তাহলে স্বপ্নার জন্মদিনের সম্পূর্ণ কেক কতজনে খেতে পারবে?
আরও পড়ুন
৩. একটি নদী দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে একটি ট্রলার যাচ্ছে। একই নদীর উল্টো দিকে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে পানি। তাহলে নৌকাটি এক ঘণ্টায় কত দূর যেতে পারবে?
আরও পড়ুন