যেদিন ছাপা হয় প্রথম ক্রসওয়ার্ড ধাঁধা
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২১ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আজকের এই দিনে : ২১ ডিসেম্বর
শব্দভেদ বা ক্রসওয়ার্ড এক ধরনের জনপ্রিয় ধাঁধা। প্রাচীন রোমান সাম্রাজ্যে এই ধরনের শব্দভিত্তিক খেলা বেশ জনপ্রিয় ছিল। তখন এটি ছিল মূলত শব্দ সাজানোর খেলা। মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি বুদ্ধি বিকাশেও সহায়তা করে এই খেলা। তবে প্রথম আধুনিক ক্রসওয়ার্ড ধাঁধা ছাপা হয় ১৯১৩ সালের আজকের এই দিনে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ওয়ার্ল্ড সংবাদপত্রে। তৈরি করেছিলেন ব্রিটিশ-মার্কিন সাংবাদিক আর্থার উইনি। তাকে বলা হয় আধুনিক ক্রসওয়ার্ডের জনক।
উইনি তাঁর প্রথম ক্রসওয়ার্ড ধাঁধাকে ‘ওয়ার্ড-ক্রস পাজল’ নাম দিয়েছিলেন। পরবর্তীতে ভুলক্রমে ‘ক্রসওয়ার্ড’ নামে পরিচিতি পায়। প্রথম ক্রসওয়ার্ডটি ছিল হীরার আকৃতির এবং ক্লুগুলো ছিল খুবই সহজ। এরপর খুব অল্প সময়ে এটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ক্রমেই ক্রসওয়ার্ড ধাঁধা বিভিন্ন পত্র-পত্রিকায় একটি নিয়মিত বিভাগ হয়ে ওঠে।
প্রথম ক্রসওয়ার্ড বই প্রকাশিত হয় ১৯২৪ সালে, এটি প্রকাশ করেছিল সাইমন অ্যান্ড শুসটার।
২০২০ সালের আজকের এই দিনে বৃহস্পতি ও শনি গ্রহ দুটি কাছাকাছি চলে আসে। প্রায় ৪০০ বছর পর এই ঘটনা দেখা যায়।