জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৫ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
রংতুলির আঁচড়ে মুচকি হাসি দেওয়া ‘মোনালিসা’-কে জীবন্ত করে তুলেছিলেন যিনি, আজ সেই মোনালিসাখ্যাত চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চির জন্মদিন। তাঁর পুরো নাম লেওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি। ১৪৫২ সালের ১৫ এপ্রিল ফ্লোরেন্সের ভিঞ্চি নগরের এক গ্রামে জন্ম তাঁর। তিনি ছিলেন একই সঙ্গে চিত্রশিল্পী, ভাস্কর, প্রকৌশলী। ছিলেন রেনেসাঁ যুগের অন্যতম শিল্পী।
তোমরা যারা ‘হ্যারি পটার’–এর বিশাল ফ্যান, তাদের জন্য আজকের দিনটি একটু বিশেষ। আজ ‘হ্যারি পটার’ সিরিজের অন্যতম চরিত্র এমা ওয়াটসনের জন্মদিন। ১৯৯০ সালের আজকের এই দিনে ফ্রান্সের প্যারিসে জন্ম নেন তিনি। প্যারিসে জন্ম নিলেও বিশ্বব্যাপী তিনি ইংরেজ অভিনেত্রী হিসেবেই খ্যাত। এ বছর ৩৩ পার করে ৩৪–এ পা দিলেন এই অভিনেত্রী। ‘হ্যারি পটার’ সিরিজ ছাড়াও তাঁকে ‘নোয়া’, ‘দ্য পার্কস অব বিয়িং আ ওয়ালফ্লাওয়ার’, ‘দ্য ব্লিং রিং’, ‘বিউটি অ্যান্ড বিস্ট’ ইত্যাদিতে দেখা গেছে।
এ ছাড়া ১৮৬৫ সালের আজকের এই দিনে মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে নিহত হন।