পলোনিয়াম ও রেডিয়ামের আবিষ্কারক মেরি কুরির জন্মদিন

এআইয়ের চোখে বিজ্ঞানী পিয়ের কুরি ও মেরি কুরি গবেষণাগারে পরীক্ষা–নিরীক্ষা করছেন
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৭ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজ বিজ্ঞানী মেরি কুরির জন্মদিন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ১৮৬৭ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পুরো নাম ছিল মারিয়া স্ক্লোদওস্কা কুরি।

মেরি কুরি ছিলেন একই সঙ্গে বিশিষ্ট পদার্থ ও রসায়নবিদ। তিনি তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণায় অসাধারণ অবদানের জন্য পরিচিত। তিনি ছিলেন পৃথিবীর প্রথম নারী, যিনি পদার্থবিদ্যা ও রসায়নে নোবেল জয় করেছেন। ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নবিদ্যায় তিনি নোবেল পান। তাঁর গবেষণার মাধ্যমে তেজস্ক্রিয় মৌল পলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কৃত হয়। এই তেজস্ক্রিয় পদার্থ পরবর্তী সময়ে চিকিৎসাবিজ্ঞানে বিপ্লব ঘটায়।

স্প্যানিশ উদ্ভাবক লিওনার্দো তোরেস কুয়েদো আবিষ্কার করেন টেলেকিন। টেলেকিন হলো তারবিহীন দূরনিয়ন্ত্রণ যন্ত্র। এখনকার রিমোটের সঙ্গে এর বেশ মিল রয়েছে। ১৯০৫ সালের আজকের এই দিনে বিলবাও শহরে এই যন্ত্র প্রদর্শন করা হয়েছিল।

আরও পড়ুন