জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৫ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
একাত্তরের ২৫ মে একটি ব্যাপক ঘটনাবহুল দিন। বাঙালি জাতির মুক্তির লড়াইয়ে দিনটি বিশেষ ভূমিকা পালন করেছিল। ১৯৭১ সালের আজকের এই দিনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার আবার শুরু হয়। এটি ছিল তৃতীয় পর্যায়ের সম্প্রচার। এর আগে কলকাতার ৫৭/৮ বালিগঞ্জের একটি দোতলা ভবনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দপ্তর ও স্টুডিও তৈরি করা হয়েছিল।
এ ছাড়া এই দিনেই ভারতের দিল্লিতে বাংলাদেশকে স্বীকৃতি দানের বিষয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও দেশটির বিরোধীদলীয় নেতাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। লোকসভা ও রাজ্যসভা—দুই জায়গাতেই এই আলোচনা হয়। এদিন বাংলাদেশবিষয়ক আলোচনার জন্য লোকসভায় বরাদ্দ দেওয়া হয়েছিল চার ঘণ্টা। অপর দিকে রাজ্যসভায় বরাদ্দ দেওয়া হয়েছিল পাঁচ ঘণ্টা।
সেই সঙ্গে ২৫ মে ঢাকায় পূর্ব পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ ২১ নম্বর সামরিক অধ্যাদেশ জারি করে, যার মাধ্যমে মিউনিসিপ্যাল কমিটি বাতিল করা হয়। একই দিনে দেশজুড়ে একাধারে চলে গণহত্যা। তবে তা দমাতে সোচ্চার ছিলেন মুক্তিযোদ্ধারা।